ওয়ার্ল্ড চেঞ্জিং আইডিয়াস তালিকায় প্রাভা হেলথ

প্রকাশ: মে ০৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি প্রকাশিত ফাস্ট কোম্পানির২০২০ ওয়ার্ল্ড চেঞ্জিং আইডিয়াসতালিকায় এশিয়া প্যাসিফিকের সেরা পরিবর্তনশীল আইডিয়া বিশ্বের উন্নয়নশীল প্রযুক্তি বিভাগে সম্মাননার স্বীকৃতি পেয়েছে প্রাভা হেলথ কাটিং-এজ টেকনোলজির সঙ্গে উন্নতমানের স্বাস্থ্যসেবা সমন্বয়ের মাধ্যমে রোগীর অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের মান উন্নয়নে কাজ করছে প্রাভা হেলথ এরব্রিক অ্যান্ড ক্লিকমডেল প্রথম সেবা, যা বাংলাদেশে রোগীদের জন্য ৩৬০ ডিগ্রি বা পরিপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে

কভিড-১৯ মহামারী মোকাবেলায় সাধারণ রোগী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রাভা হেলথ বেশ কয়েকটি নতুন টেলিমেডিসিন সেবা টুলস

চালু করেছে এর মধ্যে রয়েছে বিনা মূল্যে স্ক্রিনিং কল, ডাক্তারের সঙ্গে ভিডিও কনসাল্টেশন, বাসা থেকে নমুনা সংগ্রহ, অনলাইন ফার্মেসি, সেলফ অ্যাসেসমেন্ট টুল, স্বতন্ত্র কভিড-১৯ ওয়েবপেজ সুবিধা

বিবৃতিতে প্রাভা হেলথ জানায়, তারা বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার পদ্ধতিগত সমস্যাগুলোর সমাধানে কাজ করছে বাংলাদেশে একজন ডাক্তারের রোগী দেখার গড় সময় ৪৮ সেকেন্ড দেশে শতাংশেরও কম মানুষ স্বাস্থ্যবীমার আওতাধীন এবং দেশে মাত্র দুটি আন্তর্জাতিক মানের চিকিসা গবেষণাগার রয়েছে দেশের বাজারের দুই লাখের মতো অনুমোদনহীন ফার্মেসি রয়েছে বিষয়গুলো সম্মিলিতভাবে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গভীর অবিশ্বাসের প্রভাব এনেছে, যা রোগীদের বিদেশে গিয়ে চিকিসাসেবা গ্রহণের দিকে ঠেলে দিচ্ছে ফাস্ট কোম্পানির স্বীকৃতি প্রাভা হেলথকে ধরনের সমস্যা নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫