মধ্য ও পশ্চিম আফ্রিকায় ৩৪ লাখ ডলার সহায়তা দেবে নেসলে

প্রকাশ: মে ০৬, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে আফ্রিকার মধ্য পশ্চিমাঞ্চলীয় দেশগুলোকে সহায়তার লক্ষ্যে ৩৪ লাখ ডলার তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক ফুড জায়ান্ট নেসলে। অর্থ সাড়ে আট লাখের বেশি অসহায় মানুষের সহায়তায় কাজে লাগানো হবে। খবর সিনহুয়া।

নেসলের সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট আফ্রিকাবিষয়ক প্রধান নির্বাহী রেমি এজেল বলেছেন, বর্তমানের চ্যালেঞ্জিং সময়ে আমরা অঞ্চলের পরিবারগুলো যারা করোনার সংক্রমণ থেকে নিজেদের বাঁচাতে সংগ্রাম করছেন, তাদের পূর্ণ সহায়তা দেব।

কার্যক্রমের আওতায় অ্যাঙ্গোলা, বুরকিনা ফাসো, ক্যামেরুন, গ্যাবন, মালি, নাইজার নাইজেরিয়ায় লাখ ৭০ হাজার পরিবারকে পুষ্টিকর খাদ্য পানীয় সরবরাহ করবে নেসলে। এজেল বলেন, এসব জায়গায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। তিনি জানান, কোম্পানিটি করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় মাস্ক অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করবে। এজেল উল্লেখ করেন, নেসলে বুরকিনা ফাসো, আইভরি কোস্ট, ঘানা সেনেগালের হাসপাতালগুলোয় মেডিকেল সরঞ্জামও সরবরাহ করবে। কোম্পানিটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ব্যবহারের জন্য বুরকিনা ফাসোকে তিনটি ভেন্টিলেটর দেবে বলে জানান তিনি। এজেল বলেন, এসব সহায়তা প্রদান কার্যক্রম রেড ক্রস রেড ক্রিসেন্টের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সম্পন্ন করা হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫