নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যায় যুবক গ্রেফতার

প্রকাশ: মে ০৫, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুল ইসলামকে হত্যার ঘটনায় মো. আশিকুজ্জামান আশিক (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর আকুয়া বোর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান তথ্য জানান।

পুলিশ সুপার জানান, তৌহিদুল ইসলাম গত শুক্রবার ভোরে অজ্ঞাত ব্যক্তির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঘটনায় নিহতের বাবা মো. সাইকুল ইসলাম ওইদিনই কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে মূল হোতা আশিককে গ্রেফতার করে।

তিনি জানান, হত্যাকাণ্ডের দুদিন আগে তৌহিদের মোবাইল দেখে  আশিকের লোভ হয়। সে তৌহিদের  বাসায় গিয়ে তার রুম দেখে আসে। ঘটনার দিন রাত অনুমান ৩টার দিকে আশিক বাসার ছাদ দিয়ে মোবাইল চুরি করতে এলে তৌহিদ তাকে ধরে ফেলেন। সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আশিক পাশে থাকা রড দিয়ে তৌহিদকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তৌহিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে তিনি মারা যান।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫