একদিনে আরো ১১৩ পুলিশের শরীরে কভিড-১৯ শনাক্ত

প্রকাশ: মে ০৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

নতুন শনাক্তের ৮২% ডিএমপির

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১১৩ পুলিশ সদস্যের কভিড-১৯ শনাক্ত হয়েছে। এরমধ্যে ৯৩ জনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। সবমিলে পুলিশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৮৫৪ জনে। রোববার পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, মোট আক্রান্তের মধ্যে ৪৪৯ জনই ডিএমপির। আক্রান্তের বাইরে আরো ১ হাজার ২৫০ পুলিশ সদস্য কোয়ারান্টিনে রয়েছেন। আইসোলেশনে আছেন ৩১৫ পুলিশ সদস্য। কভিড-১৯ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫ পুলিশ সদস্য। আর সুস্থ্য হয়ে ফিরেছেন ৫৭ জন।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশজুড়ে সরকার ঘোষিত সাধারণ ছুটি চললেও দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ। সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, বিদেশফেরতদের হাতে হোম কোয়ারেন্টিনে থাকার অমোচনীয় সিল লাগানো এবং পরবর্তী সময়ে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, এমনকি কভিড-১৯ আক্রান্ত মৃত ব্যক্তির মরদেহ পরিবহন থেকে সত্কারের কাজও করতে হচ্ছে পুলিশ সদস্যদের। পর্যাপ্ত সুরক্ষা উপকরণ ছাড়া এসব করতে গিয়ে নিজের অজান্তেই সংক্রমিত হয়ে পড়েছেন অনেক পুলিশ সদস্য। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫