পোশাকখাতের কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ

দশ কারখানায় আক্রান্ত ১২ কর্মীর ৯ জনই সাভারের

প্রকাশ: মে ০৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

দেশের ১০টি পোশাক কারখানার ১২ জন কর্মী নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আক্রান্ত কর্মীদের নয়জনই সাভার উপজেলার বলে নিশ্চিত করেছে পোশাক শিল্প মালিক সংগঠন বিজিএমইএ। আক্রান্ত বাকিদের দুজন আশুলিয়া এলাকার একজন যশোর এলাকার কারখানার কর্মী।

সাভারে কভিড-১৯ শনাক্ত এসব পোশাক কর্মী ওই এলাকাতেই বসবাস করেন। আক্রান্ত এসব কর্মীর পাঁচজন এখন ঢাকা মা শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

বিজিএমইএ সচিব বিষয়ে গণমাধ্যমকে বলেন, তথ্য পাওয়ার পর আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছি। দেখা গেছে, সংশ্লিষ্ট কারখানাগুলো আক্রান্ত সন্দেহভাজন কর্মীদের চিকিৎসা কোয়ারেন্টিনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদের ক্ষেত্রেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজিএমইএর এক পরিচালক বণিক বার্তাকে বলেন, আমরা বিষয়ে গভীর অনুসন্ধান করেছি।

এদিকে গার্মেন্টস কারখানা খোলার পর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা লাগামহীনভাবে বেড়ে চলেছে বলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়। গত ৩০ এপ্রিল ইউএনওকে পাঠানো এক চিঠিতে তথ্য জানানোর পাশাপাশি সাভার উপজেলায় গার্মেন্টস খোলা না রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানিয়েছেন তিনি।

চিঠিতে বলা হয়, সাভার উপজেলা একটি ঘন জনসংখ্যা অধ্যুষিত এলাকা। এখানে ভ্রাম্যমাণসহ ৪০ থেকে ৫০ লাখ লোক বসবাস করেন। সাভার উপজেলায় যখন গার্মেন্টস বন্ধ ছিল, তখন নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা খুব কম ছিল। কারখানা খোলার পরপর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা লাগামহীনভাবে বেড়ে চলেছে, যা মোটেও কাম্য নয়।

এতে আরো বলা হয়, পোশাক কারখানায় কাজ করার সময় হাজার হাজার কর্মী পাশাপাশি অবস্থান করেন। ফলে সেখানে নভেল করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত হওয়ার আশঙ্কা থাকে এবং ওইসব কর্মী বিভিন্ন বাসায় অবস্থানকালে স্থানীয় জনসাধারণকে সংক্রমিত করেন।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে হলে অবিলম্বে গার্মেন্টস বন্ধ করা এবং সাভার উপজেলার পার্শ্ববর্তী উপজেলা থেকে সাভার উপজেলার মূল প্রবেশপথ লকডাউন করা একান্ত জরুরি উল্লেখ করা হয় ওই চিঠিতে।

উল্লেখ্য, শিল্প অধ্যুষিত সাভার আশুলিয়ায় বস্ত্র পোশাক খাতের মোট ৫২৭টি কারখানা রয়েছে। এর মধ্যে ৫০৬টি কারখানা বিজিএমইএ বিকেএমইএর সদস্য। এসব কারখানায় কাজ করেন কয়েক লাখ কর্মী বাকি ২১টি বস্ত্র খাতের শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য কারখানা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫