কারখানার আইডি কার্ড ছাড়া শ্রমিকদের ঢাকায় প্রবেশ নিষেধ

প্রকাশ: মে ০২, ২০২০

নিজস্ব প্রতিবেদক

কারখানা কর্তৃপক্ষের দেয়া আইডি কার্ড ছাড়া ঢাকায় প্রবেশের অনুমতি পাবেন না কোনো শ্রমিক। আজ  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশে সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করে ব্যবস্থা নিতে বলেছে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)।

ঢাকায় প্রবেশের ক্ষেত্রে পোশাক শ্রমিকদের ফ্যাক্টরি আইডি কার্ড প্রদর্শন প্রসঙ্গে আজ শনিবার (২ মে) জারি করা নির্দেশনাটিতে ডিআইএফই বলেছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কোনো শ্রমিকের কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে বহন করতে হবে এবং সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। অন্যথায় ঢাকার প্রবেশপথে, ঘাট ও স্থানসমূহে তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া যাবে না।

এরই মধ্যে ঢাকার বাইরে অথবা দূরদুরান্ত থেকে পোশাক শ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় আগমনে মালিকপক্ষ কর্তৃক নিরূৎসাহিত করা হয়েছে, এমন তথ্য উল্লেখ করে নির্দেশনাটিতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে ডিআইএফই।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫