চট্টগ্রামে মুদি দোকান থেকে টিসিবির ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ

প্রকাশ: এপ্রিল ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

হাটহাজাররীর একটি মুদি দোকান থেকে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বোতলজাত ২২৭ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় টিসিবির তেল বিক্রির দায়ে মুদি দোকানদার আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে হাটহাজারী উপজেলার এনায়েত বাজার মুনিয়া পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম স্টোর নামে একটি মুদি দোকান থেকে এসব তেল জব্দ করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। 

ইউএনও বলেন, ওই মুদি দোকানদার খোলা বাজারে বিক্রির জন্য বরাদ্দ টিসিবির সয়াবিন তেল নিজের দোকানে বিক্রি করছিলেন। পরে আমরা অভিযানে চালিয়ে দোকান থেকে ২২৭ লিটার তেল জব্দ করি। টিসিবির পণ্য বিক্রির দায়ে দোকানের মালিক আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সয়াবিন তেল করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুরদের ত্রাণ হিসেবে দেয়া হবে বলেও জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫