সিরিয়ার আফরিনে বোমা হামলায় ৪৬ বেসামরিক নাগরিক নিহত

প্রকাশ: এপ্রিল ৩০, ২০২০

বণিক বার্তা ডেস্ক

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে তেলের ট্যাংকারে বোমা বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ঘটনায় প্রায় অর্ধশত আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরা।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটে বলা হয়, বুধবার (২৯ এপ্রিল) শহরটির একটি ব্যস্ততম সড়কে হামলার ঘটনা ঘটে। এক ভিডিওতে দেখা যায়, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আফরিনের কেন্দ্রস্থল। এর মধ্যে পুলিশ ঘটনাস্থলে ঘেরাও দিচ্ছে অ্যাম্বুলেন্সে করে হতাহতদের সরানো হচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত কুর্দিশ ওয়াইপিপি বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। তবে বিষয়ে এখনো কেউ দায় স্বীকার করেনি। কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) সন্ত্রাসী সংগঠন হিসেবেই মনে করে আঙ্কারা, যাদের সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোগসাজশ রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫