বঙ্গবন্ধু সেতুতে গাড়িচাপায় বিবিএর পেট্রোলম্যান নিহত

প্রকাশ: এপ্রিল ২৪, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় বিবিএর পেট্রোলম্যান আব্দুল কাদের (৩৫) নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর ৩০নং পিলালের কাছে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল কাদের বিবিএর ফায়ার অ্যান্ড রেসকিউ পদে কর্মরত ছিলেন।

তিনি ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সারকলশিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, ভোরে বঙ্গবন্ধু সেতুর ৩০ নং পিলালের কাছে ঢাকামুখি লেনে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে যায়। এ সময় পেট্রোলম্যান আব্দুল কাদেরের নেতৃত্বে একটি দল ট্রাকটিকে উদ্ধার করতে যায়।  এসময় উত্তরবঙ্গগামী একটি গাড়ি তাকে চাপা দেয়।

পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে সেতুতে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫