তৃতীয় প্রান্তিক

প্রবৃদ্ধিতে ফেরার আত্মবিশ্বাস জার্মান বিনিয়োগকারীদের

প্রকাশ: এপ্রিল ২২, ২০২০

বণিক বার্তা ডেস্ক

তৃতীয় প্রান্তিকে জার্মানির অর্থনীতি পুনরায় প্রবৃদ্ধিতে ফিরবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির বিনিয়োগকারীরা। নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন লকডাউনের পর দেশটির সরকার ধীরে ধীরে বাধ্যবাধকতা শিথিল করছে। ফলে বিনিয়োগকারীরাও নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর পরিপ্রেক্ষিতে আশাবাদ ব্যক্ত করেছেন। খবর ব্লুমবার্গ।

জেডইডব্লিউর প্রেসিডেন্ট আখিম ওয়ামবাখ বলেন, আর্থিক বাজারের বিশেষজ্ঞরা অবশেষে একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছেন। তবে এখনই দেশটির উৎপাদন ভাইরাসপূর্ব অবস্থায় ফিরে যাবে বলে আশা করা যাচ্ছে না। সেজন্য অপেক্ষা করতে হবে অন্তত ২০২০ সাল পর্যন্ত।

এদিকে স্থানীয় সময় সোমবার জার্মানির কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রথম প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাপক পতন হয়। চলতি প্রান্তিকে সংকোচন আরো ত্বরান্বিত হতে পারে। যতদিন পর্যন্ত নভেল করোনাভাইরাসজনিত বিধি-নিষেধ কার্যকর থাকবে ততদিন অর্থনীতির দ্রুত শক্তিশালী পুনরুদ্ধার সম্ভব হবে না।

ব্লুমবার্গের অর্থনীতিবিদরা বলছেন, কভিড-১৯-এর সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে জার্মানি কঠোর পদক্ষেপ নেয় অন্য অনেক অঞ্চলের পরে। একই সঙ্গে অন্য অনেক ইউরোপীয় দেশের আগেই দেশটির সরকার এসব বিধিনিষেধ তুলে নিচ্ছে। তাছাড়া ক্ষতি সামাল দিতে নেয়া হয়েছে বৃহৎ আর্থিক সহায়তা প্রোগ্রাম। ফলে জার্মানি ইউরো অঞ্চলে অন্য সবার চেয়ে ভালো করবে।

শুধু জার্মান সরকারই নয়, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ক্ষতি রুখতে বিপুল প্রণোদনা প্রোগ্রাম উন্মোচন করেছে। কিন্তু অঞ্চলটির কোম্পানিগুলোর প্রতিবেদনে প্রতীয়মান হচ্ছে মারাত্মক সংকট। গত সপ্তাহেই গাড়ি নির্মাতা কোম্পানি ফক্সওয়াগন তাদের বার্ষিক পূর্বাভাস বাতিল করেছে। অন্যদিকে  বাহ্যিক সহায়তার জন্য হাত পাততে বাধ্য হয়েছে ক্রীড়া-পোশাক তৈরিকারী এডিডাস।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫