ত্রাণ কার্যক্রম সমন্বয়ে প্রত্যেক জেলায় একজন করে সচিব

প্রকাশ: এপ্রিল ২০, ২০২০

বণিক বার্তা অনলাইন

নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের জন্য ৬৪ জেলায় ৬৪ জন সচিবকে দায়িত্ব দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ কার্যালয় থেকে আজ সোমবার প্রকাশ করা অফিস আদেশে দায়িত্বপ্রাপ্ত সচিবদের নামীয় তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত ওই আদেশে আরো বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত সচিবগণ সমন্বয় কাজে তাদের নিজ মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তর বা সংস্থার উপযুক্ত সংখ্যক কর্মকর্তাকে সম্পৃক্ত করতে পারবেন।

এর আগে আজ সকালে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আটটি জেলার প্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রসঙ্গে জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি প্রত্যেক জেলায় ত্রাণকার্যক্রম তদারকি ও সে বিষয়ে আমার কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য একজন সচিবকে দায়িত্ব দিয়েছি, কারণ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সচিবালয়ে তাদের নিয়মিত কাজের চাপ কমে গেছে।’

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত তালিকা-






সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫