মহিউদ্দিনসহ এমপি হিসেবে শপথ নিলেন ৩ জন

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২০

বণিক বার্তা অনলাইন

জাতীয় সংসদে সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনজন। তারা হলেন, ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। 

আজ শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে বিকাল সাড়ে ৩টায় তাদের শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য, করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট হয়। অন্যদিকে, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে। এত দিন আগে তারা নির্বাচিত হলেও করোনা ভাইরাসের কারণে সংসদ সচিবালয় বন্ধ থাকায় তারা শপথ নিতে পারেনি। আজ সংসদ অধিবেশন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তারা সংসদে যাওয়ায় তাদের শপথ পড়ানো হয়।

স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫