কলেজগেটে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় নিহত ১

প্রকাশ: এপ্রিল ১৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে জানিয়েছেন শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুনশি।

তিনি জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ওই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনারস্থালে গিয়ে দেখা যায়, সেনাবাহিনীর গাড়িটি সড়কদ্বীপে উঠে গেছে। পরে সেনাবাহিনীর রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয় এবং আহতদের সিএমএইচে নেওয়া হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়, আজ সকালে সাভার সেনানিবাস থেকে সেনাবাহিনীর কনভয়ের একটি তিনটন ট্রাক জাজিরার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি  ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে পৌঁছালে উল্টো পথে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। 

এ দুর্ঘটনায় সৈনিক প্রিন্স নামে একজন সেনাসদস্য ঘটনাস্থলেই মারা যান। 

এছাড়া ট্রাকে থাকা অন্য ২১ জন সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন বলেও আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫