আজ ছয় শিল্প এলাকায় সচল ছিল ৫০৫ কারখানা

প্রকাশ: এপ্রিল ০৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক

দেশের শিল্প অধ্যুসিত ছয়টি অঞ্চল- আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, খুলনা, ময়মনসিংহ এলাকায় আজ বুধবার মোট ৫০৫ শিল্প কারখানা সচল ছিল। এর মধ্যে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্য পোশাক কারখানা ৬৭টি। শিল্প পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শিল্প অধ্যুসিত ছয় এলাকায় বিজিএমইএ সদস্য কারখানা আছে ১ হাজার ৮৮২টি। এর মধ্যে ১ হাজার ৮৩৯টি কারখানা আজ বন্ধ ছিল। এ হিসাবে খোলা ছিল ৪৩টি কারখানা।

ছয় শিল্প এলাকায় বিকেএমইএ সদস্য কারখানা আছে ১ হাজার ১০১টি। এর মধ্যে বন্ধ ছিল ১ হাজার ৯৬টি। অর্থাৎ খোলা ছিল ৫টি। 

আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়নগঞ্জ, খুলনা, ময়মনসিংহ এলাকায় প্রাইমারি টেক্সটাইল খাতের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য কারখানা আছে ৩৮৮টি। এর মধ্যে বন্ধ ছিল ৩৬৯টি। অর্থাৎ খোলা ছিল ১৯টি। 

এছাড়া এসব শিল্প এলাকায় বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (বেপজা) আওতায় পরিচালিত কারখানা আছে ৩৬৪টি। এর মধ্যে খোলা ছিল একটি।

শিল্প এলাকাগুলোতে বস্ত্র ও পোশাক খাত ছাড়াও আছে চামড়া, ওষুধ, রি-রোলিং মিল, ফার্নিচার, মোবাইল সংযোজন, সিরামিকসহ অন্যান্য খাতের কারখানা। যার সংখ্যা ৩ হাজার ৮৬৭টি। এসব খাতের ৪৩৭টি কারখানা আজ খোলা ছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫