ফোন করলেই খাবার পৌঁছে দেবে কর্ণফুলী থানা

প্রকাশ: এপ্রিল ০৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দরিদ্র শ্রমজীবী ও অসহায় ৬৫০ পরিবারের কাছে বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে কর্ণফুলী থানা পুলিশ। পুলিশ সদস্যরা গোপনে বাসায় গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন। এজন্য দুটি হটলাইন নম্বর খোলা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ও ১টি সাবান। 

সিএমপি কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইয়াছির আরাফাত জানান, বর্তমান সঙ্কটে কর্ণফুলী উপজেলায় অনেক শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। এ অবস্থায় কোনো নাগরিককে যাতে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে না হয় সেজন্য দুটি হটলাইন নম্বর (০১৭৬৯-০৫৮১৫১, ০১৭৭-৬০৩৪০৩) খোলা হয়েছে। যাদের ঘরে খাবারের সঙ্কট আছে তারা কোনো সংকোচ ছাড়াই আমাদের কাছে ফোন করতে পারবেন। আমরা সব ধরনের গোপনীয়তা রক্ষা করবো। এছাড়া যে কোনো প্রয়োজনে পুলিশ মানুষের পাশে আছে বলে জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫