অসহায় মানুষের পাশে বিএসএইচআরএম

প্রকাশ: এপ্রিল ০৮, ২০২০

বণিক বার্তা অনলাইন

নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কাজ হারিয়েছেন অনেক দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। দেশের বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনদের মতো নিজেদের সাধ্যমতো খাদ্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন করপোরেট হাউজে মানব সম্পদ বিভাগে কর্মরতদের সংগঠন  বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)।

আজ বুধবার সংগঠনটির উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মাশেকুর রহমান খান বলেন, ‘আজ বিএসএইচআরএমের উদ্যোগে ঢাকার শ্যামলী, মোহাম্মদপুর, মহাখালী, উত্তরাসহ বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

করোনাভাইরাসের কারণে উদ্ভূত সঙ্কটে সমাজের বিত্তবানদের সাধারণ মানুষের দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

করোনা সঙ্কটকালে বিএসএইচআরএম-এর কোন সদস্য কিংবা তাদের পরিবারের সদস্যসহ যেকোন পেশাজীবীদের কেউ করোনায় আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাধ্যমত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মানবসম্পদ পেশাজীবীদের এই সংগঠন। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫