রংপুরে গুদাম থেকে বিপুল পরিমাণ টিসিবি পণ্য জব্দ

প্রকাশ: এপ্রিল ০৮, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি রংপুর

আটক ১

রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।

জানা গেছে, টিসিবির ন্যায্যমূল্যের পণ্য জনসাধারণের কাছে বিক্রি না করে অবৈধভাবে মজুদ করা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে নগরীর বাবুপাড়া এলাকায় আব্দুল খালেক মিয়ার গুদামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে আব্দুল খালেক মিয়া পালিয়ে গেলেও তার কর্মচারী মোহাম্মদ সামিকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, অভিযানের সময় গুদামে মজুদ রাখা পাঁচ লিটার সয়াবিন তেলের ৫০টি কাটুন, দুই লিটারের ৫৭টি কার্টন, ৫০ কেজি চিনির ৪৭টি বস্তা, ৫০ কেজি ওজনের ১০টি মসুর ডালের বস্তা ২৫ কেজি ওজনের ১৭ বস্তা পেঁয়াজসহ খোলা তেলের ২২০টি প্যাকেট জব্দ করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫