ঢাবির টেলিমেডিসিন কার্যক্রম শুরু

প্রকাশ: এপ্রিল ০৮, ২০২০

কভিড-১৯ মহামারীজনিত জরুরি পরিস্থিতিতে দেশের জনসাধারণের কাছে চিকিৎসা পরামর্শ সেবাপ্রদানের এক বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর আওতায় বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ উদ্ভাবিত প্রযুক্তি দিয়ে পরিচালিত টেলিমেডিসিন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঢাবির উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামানের পরামর্শক্রমে বায়োমেডিকেল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনারারি অধ্যাপক . খোন্দকার সিদ্দিক--রব্বানী এবং বিভাগের বর্তমান চেয়ারম্যান . মোহাম্মদ আবদুল কাদিরের সার্বিক তত্ত্বাবধান ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কার্যক্রমটির আওতায় যেকোনো রোগী/সেবাপ্রার্থী পরামর্শের জন্য অটো-হান্টিং নম্বরে (০৯৬৬৬৭০৭০৮১) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করতে পারবেন। আগামী এক মাস বিনা মূল্যে সেবা দেয়া হবে। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫