কভিড-১৯ মোকাবেলা

বাংলাদেশ-চীন স্বাস্থ্য বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক আজ

প্রকাশ: এপ্রিল ০৮, ২০২০

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের স্বাস্থ্য খাতের কর্মকর্তা চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে আজ চীনের নভেল করোনাভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক . জ্যাং ওয়েনহংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি ভিডিও কনফারেন্সিয়ের মাধ্যমে অনুষ্ঠিত হবে। গতকাল ঢাকার চীন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, অধ্যাপক . জ্যাং ওয়েনহং সাংহাইয়ের ফুদান বিশ্ববিদ্যালয়ের হুয়াসাং হাসপাতালের ইনফেকশন ডিজিজ বিভাগের প্রধান। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতের কর্মকর্তা চিকিৎসা বিশেষজ্ঞদের করোনাভাইরাস সংক্রমণসংক্রান্ত বিষয় নিয়ে অভিজ্ঞতা জানাবেন। আজ বেলা ১টায় ভিডিও কনফারেন্সটি সরাসরি চীন দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে সম্প্রচার করা হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫