স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য ফেস শিল্ড আনছে অ্যাপল

প্রকাশ: এপ্রিল ০৮, ২০২০

বণিক বার্তা ডেস্ক

কভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্যসেবা কর্মীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এরই অংশ হিসেবে স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য করোনা থেকে আত্মরক্ষার ফেস শিল্ড বা মুখাবয়ব ঢাকার আবরণ সরবরাহ করতে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।

গত রোববার টুইটারে পোস্ট করা এক ভিডিওতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক ফেস শিল্ডের ডিজাইন, উৎপাদন সরবরাহ কার্যক্রম নিয়ে বিস্তারিত প্রকাশ করেন। তিনি বলেন, তাদের অভ্যন্তরীণ একাধিক টিম কভিড-১৯ মোকাবেলায় নিয়োজিত প্রথম সারির বীরদের সমর্থনে কঠোর পরিশ্রম করছে। অ্যাপলের তৈরি ফেস শিল্ড সংযোজন করতে মিনিট সময় লাগে জানিয়ে তিনি বলেন, চিকিৎসকরা পণ্যটির বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। 

টিম কুক বলেন, তারা প্রতি সপ্তাহে ১০ লাখ পিস ফেস শিল্ড সরবরাহের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রয়োজনীয় স্থানে ফেস শিল্ড সরবরাহে মার্কিন স্বাস্থ্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ চলছে। ফেস শিল্ডের সরবরাহ পরিসর খুব দ্রুত যুক্তরাষ্ট্রের বাইরেও বাড়ানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫