কভিড-১৯ মোকাবেলা

বাংলালিংকের ‘ডাক্তারভাই’ প্লাটফর্মে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

প্রকাশ: এপ্রিল ০৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক

দেশে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলালিংক হেলথকেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেডের (এইচআইএসএল) যৌথ উদ্যোগে পরিচালিত স্বাস্থ্যসেবাবিষয়ক ডিজিটাল প্লাটফর্ম ডাক্তারভাই-এর সব প্রিমিয়াম সেবা বাংলালিংক গ্রাহকদের জন্য বিনা মূল্যে দেয়া হচ্ছে। দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর গ্রাহকদের স্বাস্থ্য নিরাপত্তায় বাংলালিংক এরই মধ্যে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে।

বাংলালিংক গ্রাহকরা ডাক্তারভাই প্লাটফর্মের মাধ্যমে দেশের ৬১টি জেলার ৩০০টিরও বেশি হাসপাতালে চিকিৎসাসেবার ওপর ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় এবং ইউনাইটেড হাসপাতালের বিশেষ হেলথ স্ক্রিনিং প্যাকেজের ওপর ৩০ শতাংশ মূল্যছাড় পাবেন। আস্ক ডক্টর সেবাটি বিনা মূল্যে ব্যবহার করে বাংলালিংক গ্রাহকরা স্বাস্থ্যবিষয়ক সাধারণ প্রশ্নও করতে পারবেন চিকিৎসকদের কাছে। এছাড়া আড়াই হাজারের বেশি চিকিৎসকের (ইউনাইটেড হাসপাতালের সব চিকিৎসকসহ) অ্যাপয়েন্টমেন্ট পাবেন বিনা মূল্যে। সেবাগুলো পেতে বাংলালিংক গ্রাহকদের গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাক্তারভাই অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা ভিজিট করতে হবে https://daktarbhai.com/. ওবেসাইট। উপরোক্ত সেবাগুলো ৩১ মে ২০২০ পর্যন্ত বিনা মূল্যে পাওয়া যাবে।

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫