১০ হাজার ভেন্টিলেটর তৈরি করবে ব্যাবকক

প্রকাশ: এপ্রিল ০৭, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে ১০ হাজার ভেন্টিলেটর তৈরি করবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ডিফেন্স ফার্ম ব্যাবকক। প্রায় দুই সপ্তাহ আগে একই সংখ্যক ভেন্টিলেটর তৈরির জন্য সরকারি আদেশ পায় আরেক প্রযুক্তি কোম্পানি ডাইসন। তবে উভয় প্রতিষ্ঠানের তৈরি ভেন্টিলেটর ব্যবহারের আগে কঠোর মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। খবর বিবিসি।

শুধু দুই প্রতিষ্ঠানই নয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন কোম্পানি ভেন্টিলেটর নির্মাণে এগিয়ে এসেছে। এর মূলে রয়েছে কভিড-১৯- আক্রান্তদের চিকিৎসায় যন্ত্রটির অতি প্রয়োজনীয়তা।

ব্যাবককের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ভেন্টিলেটরের সহজলভ্যতা নিশ্চিত করতে চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন। পরিস্থিতিতে যন্ত্রটি তৈরিতে দ্রুত এগিয়ে এসেছে ব্যাবকক। ১০ হাজার জেফির প্লাস ভেন্টিলেটর তৈরির চুক্তি প্রতিষ্ঠানটির জন্য বেশ গর্বের। তবে বিবৃতিতে কোথায় যন্ত্র তৈরি করা হবে তা উল্লেখ করা হয়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫