অতিরিক্ত সহায়তা ঘোষণা করতে যাচ্ছে সিঙ্গাপুর

প্রকাশ: এপ্রিল ০৬, ২০২০

বণিক বার্তা ডেস্ক

অর্থনীতিতে নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত প্রভাব মোকাবেলায় এরই মধ্যে হাজার ৩৪০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সিঙ্গাপুর। তবে সংকটের তীব্রতা বিবেচনায় এর বাইরে আরো অতিরিক্ত সহায়তা পরিকল্পনা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। স্থানীয় সময় সোমবার ব্যবসা গৃহস্থালি ব্যয়ের জন্য সহায়তা ঘোষণা করা হবে। খবর ব্লুমবার্গ।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশটির উপপ্রধানমন্ত্রী হেং সুই কিট জানান, নতুন উদ্যোগের মধ্যে সরকার বিদেশী শ্রমিকদের শুল্ক মওকুফের পরিকল্পনা করছে। একই সঙ্গে আগে থেকে বর্তমান একটি চাকরি সহায়তা প্রোগ্রামের ওপর জোর দেয়া হবে। হেং সম্ভাব্য পরিকল্পনা ব্যয় নিয়ে এর বেশি বিস্তারিত কিছু জানাননি। এর আগে চলতি সপ্তাহ থেকে দেশটির সব স্কুল অধিকাংশ কর্মক্ষেত্র বন্ধ ঘোষণা করে সরকার।

নভেল করোনাভাইরাসের প্রেক্ষাপটে সিঙ্গাপুর প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে গত মাসে। এর ফলে দেশটির সরকারকে সর্বশেষ বৈশ্বিক আর্থিক সংকটের পর প্রথমবারের মতো জাতীয় রিজার্ভে হাত দিতে হবে।

 

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫