চট্টগ্রামে বাবার পর ছেলে করোনা আক্রান্ত

প্রকাশ: এপ্রিল ০৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হওয়ার পরে তার পরিবারের চার সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। আজ রোববার সন্ধ্যায় নমুনা পরীক্ষায় ওই ব্যক্তির ছেলের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে। তবে পরিবারের বাকি তিন সদস্যের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। আক্রান্তকে নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে।

চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করে বণিক বার্তাকে বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ অব ট্রপিক্যাল আয়ান্ড ইনফেকসাস ডিজিজেসে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো দুই জনে। আজ রোববার মোট ৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি। 

উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ডের বিআইটিআইডিতে এখন পর্যন্ত মোট ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে দুইজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫