অভিশংসন প্রক্রিয়ায় যুক্ত শীর্ষ গোয়েন্দাকে সরালেন ট্রাম্প

প্রকাশ: এপ্রিল ০৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এক মহাপরিদর্শককে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আইনপ্রণেতাদের উদ্দেশে লেখা এক চিঠিতে ট্রাম্প জানিয়েছেন, ৩০ দিনের মধ্যে মাইকেল অ্যাটকিনসন নামের ওই গোয়েন্দা কর্মকর্তাকে সরিয়ে দেয়া হবে। কর্মকর্তা ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্ত করেছিলেন। খবর রয়টার্স।

গোয়েন্দা মহাপরিদর্শক হিসেবে ট্রাম্প প্রশাসনের অধীনেই নিয়োগ পেয়েছিলেন মাইকেল অ্যাটকিনসন। গত বছর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যকার একটি টেলিফোন আলাপ ফাঁস হয়। ওই ফোনালাপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো চাপ দিয়ে যাচ্ছেন ট্রাম্প।

একজন হুইসেল ব্লোয়ার ট্রাম্প ইউক্রেনের মধ্যকার ফোনালাপ ফাঁস করে দিলে মাইকেল অ্যাটকিনসনের তদন্তে তার সত্যতা প্রমাণিত হয়। প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে রক্ষা পান মার্কিন প্রেসিডেন্ট।

নভেল করোনাভাইরাসের মহামারীর মধ্যে মাইকেল অ্যাটকিনসনকে সরিয়ে দেয়ায় ট্রাম্পের সমালোচনা শুরু করেছেন ডেমোক্র্যাটরা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫