ফ্রান্সে ছুরি হামলায় নিহত ২

প্রকাশ: এপ্রিল ০৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি শহরে এক ব্যক্তির ছুরি হামলায় দুজন নিহত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। খবর গার্ডিয়ান বিবিসি।

ভালেন্স শহর থেকে ২০ কিলোমিটার উত্তরে রোমানস-সার আইসার এলাকায় ওই ছুরি হামলার ঘটনা ঘটে। শনিবার সকালে একটি দোকানের সামনে সারিবদ্ধ ক্রেতাদের ওপর হামলা চালানো হয় বলে জানান শহরটির মেয়র। স্থানীয় সময় বেলা ১১টার দিকে গ্রেফতার করলেও হামলার কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রথমে ওই হামলাকারী শহরের কেন্দ্রে অবস্থিত একটি দোকানের মালিক দুই ক্রেতার ওপর হামলা চালায়। তারপর বাইরে এসে সামনে যাকেই পেয়েছে, তাকে আঘাত করেছে।

ফরাসি গণমাধ্যমে পুলিশ জানায়, ৩৩ বছর বয়সী হামলাকারী সুদান থেকে আসা এক রাজনৈতিক আশ্রয়প্রত্যাশী। হামলাকারীর সন্ত্রাসবাদী সংযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখার পাশাপাশি পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে।

আহত একজনের অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে। তাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫