তামা উৎপাদন ১.৩% কমাবে প্যান প্যাসিফিক

প্রকাশ: এপ্রিল ০৫, ২০২০

বণিক বার্তা ডেস্ক

জাপানের খনিজ উত্তোলন পরিশোধনকারী প্রতিষ্ঠান প্যান প্যাসিফিক কপার (পিপিসি) পরিশোধিত তামা উৎপাদন কমিয়ে আনার কথা জানিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) প্যান প্যাসিফিকের কারখানায় পরিশোধিত তামা উৎপাদন লাখ ৯৫ হাজার টন কমিয়ে আনা হবে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির পরিশোধিত তামা উৎপাদন আগের অর্থবছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ কমে আসতে পারে। উল্লেখ্য, পিপিসির ৬৭ দশমিক শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে জেএক্স নিপ্পন মাইনিং অ্যান্ড মেটালস লিমিটেডের হাতে। নিক্কেই এশিয়ান রিভিউ।


 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫