প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রবিবার

প্রকাশ: এপ্রিল ০৪, ২০২০

বণিক বার্তা অনলাইন

নভেল করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল রবিবার (৫ এপ্রিল) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে তিনি সার্বিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি সরকারের পদক্ষেপ জানাবেন। একইসঙ্গে জনসাধারণের করণীয় এবং বিভিন্ন সংস্থার করণীয় নিয়ে দিকনির্দেশনা দেবেন।

প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলনটি বরাবরের চেয়ে একটু ব্যতিক্রম হবে। এবার  সংবাদ সম্মেলন শুধু বাংলাদেশ টেলিভিশন ও বেতার সরাসরি সম্প্রচার করবে। অন্য কোনো প্রতিষ্ঠানের রিপোর্টার বা আমন্ত্রিত কোনও অতিথি থাকবেন না।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫