মার্কিন নাগরিকদের নিতে দ্বিতীয় চার্টার্ড ফ্লাইট রোববার

প্রকাশ: এপ্রিল ০৪, ২০২০

কূটনৈতিক প্রতিবেদক

মার্কিন নাগরিকদের নিয়ে দ্বিতীয় চার্টার্ড ফ্লাইট রোববার ঢাকা ত্যাগ করবে। বিষয়ে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাস থেকে এক বার্তায় বলা হয়েছে, প্লেনটি দোহা হয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টে যাবে। মার্কিন দূতাবাস তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে ওই চার্টার্ড প্লেনের ব্যবস্থা করেছে। 

বার্তায় আরো বলা হয়, ফেরত যাওয়ার খরচ যাত্রীদের বহন করতে হবে। কত টাকা খরচ হবে তা মুহূর্তে বলা যাচ্ছে না। বলা হয় প্লেনে ওঠার আগে প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে একটি প্রমিশরি নোটে সই করতে হবে এবং পরে অর্থ ফেরত দিতে হবে। কোনো অবস্থায় বিমানবন্দরে ক্রেডিট কার্ড বা নগদ অর্থে ফ্লাইটের টাকা পরিশোধ করা যাবে না। যারা ঋণ সুবিধা নিয়ে দেশে ফেরত যাবেন, তাদের পাসপোর্ট বাতিল হবে না কিন্তু ঋণ পরিশোধ না করলে নতুন পাসপোর্ট পাবেন না বলে জানানো হয় ওই বার্তায়। 

এর আগে ৩০ এপ্রিল কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক পর্যটক। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫