রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের প্রাণহানি

প্রকাশ: এপ্রিল ০৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণখান থানার মিয়াপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের দেয়াল ধসে ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। খবর বাসস।

নিহতের নাম খাইরুন্নেসা (৭০) ঘটনায় নিহতের নাতনি ছেলের বউসহ আরো তিনজন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় লোকজন দক্ষিণখান থানা পুলিশ উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মিয়াপাড়া এলাকায় ঝড়ের সময় দুর্ঘটনা ঘটে।

দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মোহাম্মদ শামীম শুক্রবার সকালে বাসসকে তথ্য জানান।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের মিয়াপাড়া এলাকায় ৮তলাবিশিষ্ট একটি বহুতল নির্মাণাধীন ভবনের কাজ করার সময় ওই ভবনের পঞ্চম তলা থেকে ইটের গাঁথুনি দেয়া একটি দেয়াল ধসে নিচের টিনশেড বাড়ির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

এসআই প্রদীপ কুমার জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫