ঢাকায় এক গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সংবাদকর্মী। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই প্রতিষ্ঠানের আরো ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিভিশন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনডিপেনডেন্ট টেলিভিশনে কর্মরত আমাদের এক সহকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি প্রতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তার অবস্থা এখন উন্নতির দিকে। গত ২৬ মার্চ তার শরীরে জ্বর দেখা দেয়ায় তাকে সেদিনই ছুটি দেয়া হয়। এছাড়া সতর্কতা হিসেবে এরই মধ্যে তার সংস্পর্শে আসা আরো ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। দুদিন আগে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআরের) হট লাইনে যোগাযোগ করলে দুর্ভাগ্যবশত তিনি কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইনডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে ওই কর্মীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে। ২৬ মার্চ থেকে হিসাব করে পরবর্তী ৫ দিনের মধ্যে আর কোনো কর্মীর শরীরে কভিড-১৯ এর উপসর্গ দেখা যায়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫