করোনায় ইতালিতে আরেক বাংলাদেশীর মৃত্যু

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২০

ইতালি প্রতিনিধি

ইতালিতে করোনায় আক্রান্ত  হয়ে মজিবুর রহমান (৪৬) নামে এক বাংলাদেশীর হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে মিলানের সান পাওলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

ইতালির মিলানে বসবাসরত তুহিন মাহামুদ তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। 

তুহিন জানান, মজিবুর অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি তিনি হাসপাতালে ভর্তি হন। ইতালির মিলানে দীর্ঘদিন ধরে তিনি বাস করে আসছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। 

করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এখন পর্যন্ত তিন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। 

এদিকে গতকাল বৃহস্পতিবার ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৭৬০ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১৫। আর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৪২।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫