বাগেরহাটে করোনা সন্দেহে পুলিশ সদস্য আইসোলেশনে

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি বাগেরহাট

নভেল করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাগেরহাট সদর হাসপাতালে ২২ বছর বয়সী এক পুলিশ সদস্যকে আইসোলেশনে নেয়া হয়েছে। গতকাল দুপুরে জ্বর, সর্দি কাশি নিয়ে হাসপাতালে এলে পর্যবেক্ষণের জন্য আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট শহরের ওই পুলিশ সদস্যের শরীরে সাতদিন ধরে জ্বর, সর্দি কাশি থাকায় সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাকে অতিরিক্ত সতর্কতার জন্য আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা জানা যাবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫