শেয়ারবাজারে লেনদেন ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় পূর্বঘোষিত সাধারণ ছুটির মেয়াদ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। এর পরের দুদিন অর্থাৎ ১০ ১১ এপ্রিল যথাক্রমে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে ১১ এপ্রিল পর্যন্ত দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) লেনদেন, সেটলমেন্টসহ সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে বলে এক্সচেঞ্জ দুটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

এর আগে গত ২৬ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত টানা ১০ দিন দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধের ঘোষণা দেয়া হয়। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে প্রথম দফায় ২৯ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত পাঁচদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি ছিল। ২৭ ২৮ মার্চ যথাক্রমে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। একইভাবে আজ আগামীকালও সাপ্তাহিক ছুটি রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫