সুইডেনের রেস্টুরেন্ট ও হোটেল খাতে দেউলিয়াত্ব বেড়েছে ১২৩%

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২০

বণিক বার্তা ডেস্ক

 সুইডেনের হোটেল রেস্টুরেন্ট খাতে গত মার্চে দেউলিয়াত্ব বেড়েছে ১২৩ শতাংশ। করোনাভাইরাস মহামারীর প্রভাব ঠেকাতে মানুষের ঘর থেকে বের হতে এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণে নিরুৎসাহিত করতে নেয়া পদক্ষেপের কারণে আতিথেয়তা খাতে প্রভাব পড়েছে। খবর ব্লুমবার্গ।

বিজনেস অ্যান্ড ক্রেডিট রেফারেন্স এজেন্সি ইউসির এক বিবৃতিতে আরো বলা হয়, পরিবহন খাতেও দেউলিয়াত্ব ব্যাপক হারে বেড়েছে। গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরের মার্চে পরিবহন খাতে দেউলিয়াত্ব বেড়েছে ১০৫ শতাংশ।

ব্লুমবার্গের অর্থনীতিবিদ ইয়ুহানা জেনসন বলেন, এটি স্পষ্ট হয়ে উঠেছে ভোক্তামুখী শ্রমনির্ভর খাতগুলোতে করোনাভাইরাসের মারাত্মক প্রভাব পড়েছে। এর মানে দাঁড়াচ্ছে ক্ষুদ্র মাঝারি আকারের কোম্পানিগুলো টিকিয়ে রাখতে অধিক সহায়তা প্রদানের চাপে রয়েছে সরকার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫