চিকিৎসা সরঞ্জাম কিনতে ২০০ কোটি ডলার ব্যয় করবে কানাডা

প্রকাশ: এপ্রিল ০৩, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাস মোকাবেলায় ২০০ কোটি ডলারের চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। দেশটিতে কভিড-১৯-এর ক্রমবর্ধমান সংক্রমণের কারণে হাসপাতালগুলোয় প্রয়োজনীয় সরঞ্জামের সম্ভাব্য সংকট সামাল দিতে অর্থ খরচের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর এএফপি

কিউবেকের প্রিমিয়ার ফ্রাঁসোয়া লেগো বলেন, তার প্রদেশে কিছু চিকিৎসা সরঞ্জাম দিয়ে আর মাত্র তিন থেকে সাত দিন রোগীদের সামাল দেয়া যাবে। তার প্রদেশের কানাডার মধ্যে কভিড-১৯- আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি। পরিস্থিতিতে সরকার যে অর্থ বরাদ্দ দিয়েছে তা দিয়ে মাস্ক, গাউন, স্যানিটাইজারের মতো ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) ক্রয় করা হবে বলে জানান ট্রুডো। তবে কিছু কিছু অঞ্চলে সরঞ্জাম সরবরাহ করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।

ট্রুডো বলেন, নভেল করোনাভাইরাস এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। ফলে বিশ্বজুড়ে সবাই ভাইরাস মোকাবেলায় বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের জন্য মরিয়া হয়ে উঠেছে। অবস্থায় দেশে চিকিৎসা সরঞ্জাম তৈরি করা খুবই জরুরি হয়ে পড়েছে। এরই মধ্যে কানাডা ছয় কোটিরও বেশি এন৯৫ মাস্কের ক্রয়াদেশ দিয়েছে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫