ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

প্রকাশ: এপ্রিল ০২, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. জয়নাল (৩৫) নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। আজ ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। 

নিহতের বাসা রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও গ্রামের সমির উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, নিহত জয়নাল দীর্ঘদিন ধরে ভারতে থাকতো। গতরাতে সে অবৈধভাবে ভারত থেকে বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্ত এলাকার ৩৭৯ পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশের গ্রামের বাসায় আসার চেষ্টা করছিল। এসময় ভারতের ১৭১ চাকলাগড় ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় জয়নাল। পরে তার মৃতদেহ নিয়ে যায় বিএসএফের সদস্যরা।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল জয়নাল। এসময় বিএসএফের গুলিতে নিহত হন জয়নাল। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত পতাকা বিজিবির পক্ষ থেকে বৈঠকের আহ্বান জানানো হয়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫