কর্মহীন দিনমজুরদের মাঝে বিআইডব্লিউটিএর ত্রাণ বিতরণ

প্রকাশ: এপ্রিল ০২, ২০২০

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে নদীকেন্দ্রিক কর্মহীন দিনমজুরদের মাঝে ত্রাণ বিতরণ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এছাড়া ঢাকার বাইরের বেশকিছু নদীবন্দর কর্তৃপক্ষ নিজেদের বন্দরের আশেপাশের দরিদ্র দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গতকাল নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআইডব্লিউটিএর নিয়ন্ত্রণাধীন ঢাকা নদীবন্দর দপ্তর গতকাল বুড়িগঙ্গা নদী তুরাগ নদের ছয়টি পয়েন্টে নদীকেন্দ্রিক কর্মহীন দিনমজুর, নৌ-শ্রমিক, মাঝি জেলেদের মাঝে দৈনন্দিন জরুরি ভোগ্যপণ্যের এক হাজার প্যাকেট বিতরণ করেছে। প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, আধা লিটার সয়াবিন তেল, দুই কেজি আলু, একটি ডেটল সাবান দুটি করে মাস্ক রয়েছে।

ঢাকা সদরঘাট থেকে শুরু করে আগানগর, মিটফোর্ড খেয়াঘাট, খোলামোড়া লঞ্চঘাট, বসিলা ল্যান্ডিং স্টেশন, গাবতলী ল্যান্ডিং স্টেশন, আমিনবাজার ল্যান্ডিং স্টেশন সিন্নিরটেক ল্যান্ডিং স্টেশনে (মিরপুর বড়বাজার, দিয়াবাড়ী) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫