মেসেঞ্জারে আসছে অটো স্ট্যাটাস ফিচার

প্রকাশ: এপ্রিল ০২, ২০২০

বণিক বার্তা ডেস্ক

সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক সবসময় পারস্পরিক যোগাযোগ সহজ করতে কাজ করছে। এরই অংশ হিসেবে প্রতিদিনের কার্যকলাপ বন্ধু পরিবারের সঙ্গে ভাগ করে নেয়ার সুবিধা দিতে মেসেঞ্জারের জন্য অভ্যন্তরীণ একটি অটো স্ট্যাটাস ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে, যা ব্যবহারকারীর অবস্থান, কার্যক্রম বা ফোনের ব্যাটারির অবস্থা সম্পর্কে স্বয়ংক্রিয় পোস্ট করতে পারবে। খবর সিনেট।

প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারী চাইলে বন্ধু বা অন্য কারো সঙ্গে তা শেয়ার করতে পারবেন। ধরনের একটি ফিচার ইনস্টাগ্রাম থ্রেডসে চালু রয়েছে।

ফেসবুকের এক নির্বাহী আলেকজান্দ্রা ভয়সা নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালানোর বিষয় নিশ্চিত করেছেন। এক টুইটে তিনি জানান, আমরা মেসেঞ্জারের অভিজ্ঞতা উন্নত করতে সবসময় নতুন ফিচার নিয়ে কাজ করছি। অটো স্ট্যাটাস ফিচারটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অভ্যন্তরীণ পরীক্ষা চলছে। বাইরে আপাতত এটি পরীক্ষা করা হচ্ছে না।

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫