ভারতে ভর্তুকিযুক্ত এলপিজি

পাঁচ মাসে দাম বেড়েছে সিলিন্ডারে ৩৫ রুপির বেশি

প্রকাশ: এপ্রিল ০২, ২০২০

বণিক বার্তা ডেস্ক

ভারতে প্রতি মাসেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম পুনর্মূল্যায়ন করা হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে রান্নার জ্বালানিটির দাম বাড়ানো কিংবা কমানো হয়। তবে বিদায়ী বছরের অক্টোবর থেকে দেশটিতে প্রতি মাসেই পণ্যটির দাম বাড়তে শুরু করে। গত পাঁচ মাসে ভারতে ভর্তুকিযুক্ত এলপিজির প্রতিটি সিলিন্ডারের দাম ৩৫ দশমিক ৫৫ রুপি বেড়েছে। দেশটির তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি তথ্য জানিয়েছেন। খবর লাইভমিন্ট।

ভারতের তেলমন্ত্রী জানান, ২০১৯ সালের অক্টোবরে দিল্লির বাজারে ভর্তুকিযুক্ত প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম আগের মাসের তুলনায় বেড়ে ৫৩৮ দশমিক ৯৫ রুপিতে উন্নীত হয়েছিল। সর্বশেষ দাম বৃদ্ধির পর তা দাঁড়িয়েছে ৫৭৪ দশমিক ৫০ রুপিতে। সে হিসাবে গত পাঁচ মাসে দেশটিতে জ্বালানি পণ্যটির প্রতি সিলিন্ডারের মোট দাম বেড়েছে ৩৫ দশমিক ৫৫ রুপি। তবে সময়ে পণ্যটির দাম বৃদ্ধির পেছনের কোনো কারণ ব্যাখ্যা করেননি তিনি।

ভারতে দুই ধরনের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার পাওয়া যায়ভর্তুকিযুক্ত ভর্তুকিহীন। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্রকল্পের আওতায় বছরজুড়ে দেশটির প্রতিটি পরিবার ১৪ দশমিক কেজির ১২টি এলপিজি সিলিন্ডার ভর্তুকি পায়। সরকার ভর্তুকিতে বরাদ্দ অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকদের প্রদান করে থাকে। অর্থ সুবিধাভোগীরা বাজারমূল্যে এলপিজি কিনতে ব্যবহার করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫