প্রোপেনের দাম কমাল সৌদি আরামকো

প্রকাশ: এপ্রিল ০২, ২০২০

বণিক বার্তা ডেস্ক

প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাত বা পরিশোধনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান প্রোপেন। উপাদানটির প্রাপ্যতা দামের ওপর অনেকাংশে তরলীকৃত পেট্রেলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ভর করে। চলতি বছরের এপ্রিলের জন্য প্রোপেনের দাম রেকর্ড পরিমাণ কমিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকো। খবর রয়টার্স।

এক বিবৃতিতে সৌদি আরামকো জানিয়েছে, চলতি বছরের মার্চে প্রতি টন প্রোপেনের দাম ছিল ৪৩০ ডলার। এপ্রিলে সৌদি আরামকো প্রতি টন প্রোপেন ২৩০ ডলারে বিক্রি করবে। সে হিসাবে এক মাসের ব্যবধানে উপাদানটির দাম টনে ২০০ ডলার কমেছে। গত জানুয়ারি থেকেই প্রোপেনের দাম ধীরে ধীরে কমিয়েছে সৌদি আরামকো।

শুধু প্রোপেন নয়, প্রাকৃতিক গ্যাস পরিশোধন কেন্দ্রগুলোর প্রয়োজনীয় রাসায়নিক উপাদান বুটেনের দামও কমিয়েছে সৌদি আরামকো। এপ্রিলে প্রতি টন বুটেন ২৪০ ডলারে বিক্রি করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত মার্চে উপাদানটির দাম ছিল টনপ্রতি ৪৮০ ডলার।

প্রোপেন বুটেনের মূল্যহ্রাসের জের ধরে এলপিজির দাম কমে আসবে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা। এরই মধ্যে পাকিস্তান এলপিজি সিলিন্ডারের রেকর্ড পরিমাণ দাম কমিয়ে দিয়েছে। চলতি মাসে দেশটিতে প্রতি সিলিন্ডার এলপিজি বিক্রি হবে হাজার ৬৭ দশমিক ৩৯ রুপিতে, যা ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন। মার্চে প্রতিটি এলপিজি সিলিন্ডার হাজার ৫৩০ দশমিক ১৭ রুপিতে বিক্রি হয়েছে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫