খুলনায় কাঁচা বাজারে আগুন, শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত

প্রকাশ: এপ্রিল ০১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

খুলনা মহানগরীর বানরগাতী কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খুলনার সিনিয়র স্টেশন অফিসার সায়েদুজ্জামান এ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার নেতৃত্বে মহানগরীর বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এক ঘণ্টা চেষ্টার পর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় নিবাসী মো. সোহেল জানান, মধ্যরাতে হঠাৎ বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমেই ঘটনাস্থলে আসে। এরপর আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ৪টি ইউনিট একসাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে বাজারের ছোট বড় মিলে শতাধিক দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। বাজারে দেড় শতাধিক দোকান ঘর রয়েছে বলে তিনি জানান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫