করোনা সংক্রমণ নিয়ে গুজব

নজরদারিতে ৮২ ফেসবুক অ্যাকাউন্ট

প্রকাশ: এপ্রিল ০১, ২০২০

নিজস্ব প্রতিবেদক

করোনা নিয়ে গুজব ছড়ানো হয় ৮২টি ফেসবুক অ্যাকাউন্ট এবং পেজ থেকে। এগুলো নজরদারিতে নিয়ে অপরাধীদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ইতিমধ্যেই গুজব ছড়িয়ে দেয়ার অভিযোগে চাঁদপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ডিএমপি কিশোরগঞ্জ থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৫০টি সামাজিক মিডিয়া অ্যাকাউন্টের তালিকা বিটিআরসিকে পাঠানো হয়েছে তাদের বিষয়ে পদক্ষেপ নিতে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া জনসংযোগ) মো. সোহেল রানা বলেন, আমরা ৮২টি অ্যাকাউন্ট, পেজ সাইট থেকে গুজব ছড়িয়ে দেয়ার সঙ্গে জড়িত লোকদের শনাক্ত করার কাজ করছি। গুজব ছড়ানোর অভিযোগে অভিযুক্ত আরো কয়েকজনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫