দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফের চাঁদাবাজ আটক

প্রকাশ: এপ্রিল ০১, ২০২০

মধ্যরাতে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কৃপাপুর এলাকা থেকে চাঁদাবাজির সময় আশাপূর্ণ চাকমা (৪১) নামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের একজন সশস্ত্র চাঁদাবাজকে হাতেনাতে আটক করে নিরাপত্তা বাহিনী। সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি এবং ভারতীয় চাইনিজ মুদ্রাসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া তার কাছে বেশকিছু রাষ্ট্রবিরোধী লিফলেট, অবৈধ চাঁদা আদায়ের রসিদ বইসহ বেআইনি নথিপত্র পাওয়া যায়। আটককৃত ব্যক্তি এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার নামে একাধিক হত্যা চাঁদাবাজির মামলা রয়েছে বলেও জানা যায়।

নভেল করোনাভাইরাসের কারণে দেশ একটি সংকটময় সময় পার করছে। এমন পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গ্রুপের এমন চাঁদাবাজি পাহাড়ের হতদরিদ্র মানুষের কাছে চরম আতঙ্কে পরিণত হয়েছে। আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫