কক্সবাজারে ১০টি রেস্টুরেন্ট খোলার অনুমতি

প্রকাশ: এপ্রিল ০১, ২০২০

বণিক বার্তা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার শহরে শর্তসাপেক্ষে ১০টি রেস্টুরেন্ট খোলার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। গতকাল থেকে অনুমতি পাওয়া ১০টি রেস্টুরেন্ট তাদের ব্যবসা পরিচালনা করছে। কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতি সূত্রে তথ্য জানা গেছে।

এর আগে গত সোমবার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত একটি চিঠিতে ১০টি রেস্টুরেন্ট খোলা রাখার বিষয়ে অনুমতি দেয়া হয়।

জেলা রেস্তোরাঁ মালিক সমিতির কাছে পাঠানো পত্রে উল্লেখ করা হয়, নভেল করোনাভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতিতে কক্সবাজার শহরে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারী নাগরিকদের খাদ্য গ্রহণের সুবিধার্থে শর্তসাপেক্ষে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত খোলা রাখার জন্য ১০টি রেস্টুরেন্টকে নির্দেশ দেয়া হলো।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কয়েকটি শর্তসাপেক্ষে কক্সবাজার শহরে ১০টি রেস্টুরেন্ট চালু করার অনুমতি দেয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫