চীনে দাবানলে দমকল কর্মীসহ নিহত ১৯

প্রকাশ: এপ্রিল ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

চীনের দক্ষিণ-পশ্চিমে দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ১৮ দমকল কর্মী বন বিভাগের এক গাইড নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সিচুয়ান প্রদেশে ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় সরকার। খবর এএফপি।

চীনের সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, আগুনের বিশাল শিখা শিচাং শহরের পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে দূর থেকে ওই এলাকার আকাশ কমলা রঙ ধারণ করেছে বলে মনে হয়।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে দেয়া বিবৃতিতে স্থানীয় সরকার বলছে, প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লিয়াংশান প্রিফেকচারের শিচাং শহরের কাছে স্থানীয় সময় সোমবার বেলা ৩টায় দাবানল শুরু হয়। দাবানলে শহরের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে ওই বিবৃতিতে দাবি করা হয়।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আগুন নেভাতে ১৪০টির বেশি ফায়ার ইঞ্জিন, চারটি হেলিকপ্টার প্রায় ৯০০ অগ্নিনির্বাপণ কর্মী পাঠানো হয়েছে। সব মিলিয়ে জরুরি বিভাগের দুই হাজারের বেশি কর্মী উদ্ধার অভিযানে কাজ করছে। ওই এলাকা থেকে ১২ শতাধিক স্থানীয়কে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালেও হেলিকপ্টারগুলোকে আগুন নেভানোর কাজ করতে দেখা গেছে।

সাম্প্রতিক দিনগুলোয় লিয়াংশানে কয়েকবার দাবানলের ঘটনা ঘটেছে বলে জানায় রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া। গত এপ্রিলে একই প্রিফেকচারের মিউলি বাউন্টিতে দাবানলে ২৭ দমকল কর্মী নিহত হয়। সেখানে তখন ৭০০ দমকল কর্মী নিয়োগ করেছিল কর্তৃপক্ষ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫