কর্মীদের ছুটিতে পাঠাবে ম্যাসি’স, কোহল’স ও গ্যাপ

প্রকাশ: এপ্রিল ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে বিক্রয়কেন্দ্র বন্ধ রাখার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ম্যাসি, কোহল গ্যাপ। ফলে সময়ে প্রতিষ্ঠান তিনটি তাদের বিপুল পরিমাণ কর্মীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্স।

গ্যাপ জানিয়েছে, যুক্তরাষ্ট্র কানাডায় তাদের বিক্রয়কেন্দ্রের কর্মীরা ছুটির আওতায় আসবেন। গত বছররে শেষ নাগাদ প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা ছিল লাখ ২৯ হাজারের মতো। অন্যদিকে ছুটির আওতায় আসবেন ম্যাসিসের লাখ ৩০ হাজার কর্মীর অধিকাংশ। একই সময়ে ছুটিতে পাঠানো হবে কোহলসের বিক্রয়কেন্দ্র, পরিবেশনকেন্দ্র কিছু করপোরেট কার্যালয়ের কর্মীদের। ২০১৯ সালের হিসাব অনুযায়ী কোহলসের কর্মী রয়েছেন লাখ ২২ হাজার।

কোহলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশেল গাস এক বিবৃতিতে বলেন, বর্তমানে আমরা এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। অবস্থায় আমাদের আর্থিক অবস্থা শক্তিশালী করতে কঠিন স্পষ্ট সিদ্ধান্ত নিতে হচ্ছে। আর সময়ে তিনি নিজেও কোনো বেতন গ্রহণ করবেন না বলে জানান।  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫