১২ বিলিয়ন ডলার চাইবে আমেরিকান এয়ারলাইনস

প্রকাশ: এপ্রিল ০১, ২০২০

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের কারণে চলাচলে নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণ আরোপের কারণে বিশ্বজুড়ে টালমাটাল অবস্থা আকাশসেবা খাতের। যাত্রী পরিবহন কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এয়ারলাইনারগুলোর আয়ে ধস নেমেছে। একই অবস্থা টেক্সাসভিত্তিক আকাশসেবা সংস্থা আমেরিকান এয়ারলাইনসের। সংকট নিরসনে প্রতিষ্ঠানটি মার্কিন সরকারের কাছে ১২ বিলিয়ন ( হাজার ২০০ কোটি) ডলারের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর এএফপি।

কভিড-১৯-এর বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্র আকাশপথে চলাচল সীমিত করেছে। ফলে দেশটির আকাশসেবা সংস্থাগুলো তাদের বেশির ভাগ আন্তর্জাতিক অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

করোনাভাইরাসের কারণে পতনমুখী অর্থনীতিতে প্রণোদনা দিতে মার্কিন কংগ্রেস যে লাখ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে, তাতে এভিয়েশন খাতের জন্য হাজার কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে। সোমবার কর্মীদের উদ্দেশে এক যৌথ বিবৃতিতে আমেরিকান এয়ারলাইনসের প্রধান নির্বাহী ডগ পারকার প্রেসিডেন্ট রবার্ট ইসোম জানান, কোম্পানিটির জন্য বরাদ্দের প্রায় এক-চতুর্থাংশ সরকারের কাছে চাইবেন তারা।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫