ডুয়াল রিয়ার ক্যামেরা নিয়ে এল অনার প্লে ৯এ

প্রকাশ: এপ্রিল ০১, ২০২০

চীনে অনার প্লে ৯এ স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনার। ডুয়াল রিয়ার ক্যামেরাসংবলিত সাশ্রয়ী ডিভাইসটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এর ব্যাটারি একবার ফুল চার্জ দিয়ে নিলে টানা তিনদিন পাওয়ার ব্যাকআপ দেবে। খবর গ্যাজেটস নাউ।

অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি ম্যাজিক ইউআই .. চালিত অনার প্লে ৯এতে অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর ব্যবহূত হয়েছে। গিগাবাইট র্যামের ডিভাইসটির ৬৪ গিগাবাইট ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। চীনে ডিভাইসটির ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণের দাম ধরা হয়েছে ৮৯৯ চায়নিজ ইউয়ান এবং ১২৮ গিগাবাইট সংস্করণের দাম ধরা হয়েছে হাজার ১৯৯ ইউয়ান। আগামী এপ্রিল থেকে ডিভাইসটির সরবরাহ শুরু হবে।

অনার প্লে ৯এতে ১৩ মেগাপিক্সেলের শুটার এবং মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা সেন্সর আছে। এছাড়া ডিভাইসটিতে মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা আছে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫