করোনা মোকাবেলা: ভারতী এন্টারপ্রাইজের অনুদান শতকোটি রুপি

প্রকাশ: এপ্রিল ০১, ২০২০

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কভিড-১৯ আক্রান্ত বাড়ছে। সংক্রমণ ঝুঁকি এড়াতে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের ভয়াবহতা মোকাবেলায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিএআরইএস তহবিলে ১০০ কোটি রুপি অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে ভারতী এন্টারপ্রাইজ এবং এর অঙ্গপ্রতিষ্ঠান ভারতী এয়ারটেল, ভারতী ইনফ্রাটেলসহ অন্যান্য বিভাগ মিলে। খবর ইটি ব্যুরো।

বিবৃতিতে ভারতীয় কনগ্লোমারেটটির পক্ষ থেকে বলা হয়, প্রতিশ্রুত অনুদানের একটি অংশ তাত্ক্ষণিক প্রধানমন্ত্রীর তহবিলে পাঠানো হয়েছে। এছাড়া বাকি অর্থ চিকিৎসকদের নিরাপত্তা সরঞ্জাম, মাস্ক পিপিই সরবরাহ, স্বাস্থ্যসেবা কর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সরবরাহে ব্যয় করা হবে। ভয়াবহ মহামারী ঠেকাতে যারা সামনে থেকে যুদ্ধ করছেন, তাদের নিরাপত্তার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে আমাদের অনুদান। অনুদানের আওতায় ১০ লাখের বেশি এন-৯৫ মাস্ক শিগগিরই সরবরাহ শুরু হবে।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫